দ্বিতীয় ধাপে নির্বাচন থেকে আরো ১৫ ইউপি বাদ


প্রকাশিত: ১১:২৮ এএম, ০১ মার্চ ২০১৬

আসন্ন দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে আরো ১৫টি ইউপি বাদ দেয়া হয়েছে। অধুনালুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত হওয়ায় এসব ইউপি বাদ দেয়া হচ্ছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে এখনও ওইসব এলাকায় ভোটার তালিকা পুনর্বিন্যাস করা হয়নি। এ নিয়ে ২য় ধাপের নির্বাচন থেকে মোট ২৭ ইউপি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার এসব ইউপিতে নির্বাচন বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানিয়ে চিঠি দিয়েছে ইসি।

এ বিষয়ে নির্বাচন ব্যবস্থাপনার শাখার উপ-সচিব শাসসুল আলম মঙ্গলবার বলেন, বাতিল হওয়া ইউপিগুলো ছিটমহলের অন্তর্ভুক্ত। এসব এলাকায় এখনও ভোটার তালিকা পুনঃবিন্যাস সম্পন্ন না হওয়ায় এই ১৫ ইউপি বাদ দেওয়া হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে ৬৮৪ ইউপি থেকে ১২টি ইউপি বাদ দেয় ইসি। আজকে (মঙ্গলবার) আবারো ১৫ ইউপির তফসিল বাতিল হওয়ায় ২য় ধাপে মোট নির্বাচন যোগ্য ইউপি দাঁড়ালো ৬৫৭টি।

বাতিল হওয়া ইউপিগুলো হল : পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘি, কাজলদিঘি কালিয়াগঞ্জ, মারেয়া, বামোনহাট, বড়শশী। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী সদর, পাথরডুবী ও শিলখুড়ি।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর বুড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ি, জগতবেড়, জোংড়া, বাউরা এবং হাতিবান্ধা উপজেলার গোতামারী।

এর আগে ২৪ ফেব্রুয়ারি সীমানা জটিলতা, ভোটার তালিকা পুনঃবিন্যাসজনিত জটিলতার কারণে ২য় ধাপের ১২ ইউপি বাতিল করে ইসি।

এগুলো হলো : গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর, হোসেনগাঁও ও নন্দুয়ার, চুয়াডাঙ্গার বেগমপুর, শংকরচন্দ্র, তিতুদহ, নীলফামারীরর খোকশাবাড়ী ও টুপামারী, ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ও নুরাবাদ এবং মাগুরার কুচিয়ামোড়া।

এইচএস/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।