চিংড়িতে জেলি-জাটকা বিক্রি

বাড্ডায় ৭ আড়তে অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ এএম, ০৫ মার্চ ২০২৩
মাছের আড়তে র‌্যাবের অভিযান/ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় মাছের সাত আড়তে অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় চিংড়ি মাছে জেলি পুশ ও জাটকা বিক্রির অপরাধে এসব আড়তের মালিককে ১৩ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় জেলিমিশ্রিত ৫১২ কেজি চিংড়ি মাছ এবং ৬৮ কেজি জাটকা।

শনিবার (৪ মার্চ) রাতে র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ‌ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার ভোর থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত র‌্যাব-১-এর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে বাড্ডা থানা এলাকার সোহান ফিস, কাদের ফিস, বন্ধু ফিস, সালাউদ্দিন ফিস, শিমুল ফিস ও মায়ের দোয়া মৎস্য আড়তে অভিযান চালানো হয়।’

jagonews24

র‌্যাব কর্মকর্তা নোমান আহমদ বলেন, ‘সোহান ফিসের মালিক মিজানুর রহমান ও আরিজুল রহমান, বন্ধু ফিসের মালিক আজিজুল ইসলাম, সালাউদ্দিন ফিসের মালিক সুমন দাস, শিমুল ফিসের মালিক মো. রওশনকে দুই লাখ টাকা করে ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।’

‘এছাড়া কাদের ফিসের মালিক আব্দুস সালামকে এক লাখ টাকা, মায়ের দোয়া মৎস্য আড়তের মালিক হেলাল শিকদারকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫১২ কেজি জেলিমিংশ্রিত চিংড়ি মাছ, ৬৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে।’

jagonews24

জরিমানার মাধ্যমে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাব-১-এর এই সিনিয়র সহকারী পরিচালক।

আরএসএম/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।