বিএসটিআইয়ের সনদ চলবে মধ্যপ্রাচ্যেও


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০১ মার্চ ২০১৬

এখন থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রদত্ত সনদ গ্রহণ করবে। আশা করা হচ্ছে, এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে।

মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বিএসটিআই এবং সৌদি আরবের জাতীয় মান নিয়ন্ত্রণ সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনের (সাসো) এর মধ্যে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তি সই হয়েছে।  

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেছেন বিএসটিআই মহাপরিচালক মো. ইকরামুল হক এবং সৌদি আরবের পক্ষে সই করেছেন সাসোর গভর্নর সা’দ বিন ওতমান আল-কাসাবি। এ চুক্তির ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিএসটিআই প্রদত্ত মান সনদ গ্রহণযোগ্য হবে।  

চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে শিল্পমন্ত্রী সৌদি আরবের বিখ্যাত সার ও রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি এরাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (সাবিক) নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। বিএসটিআই মহাপরিচালক মো. ইকরামুল হক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে সাবিকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বলেন, বর্তমানে সাবিক বিশ্বের চতুর্থ বৃহৎ কেমিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বমানের কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল পলিমার, সার ও ধাতবপণ্য উৎপাদন করছে।

বাংলাদেশে রসায়ন শিল্পের উন্নয়নে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করেন তিনি।

সাবিকে উৎপাদিত ইউরিয়া সারের গুণগতমানের প্রশংসা করে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষকদের মধ্যে এ সার অত্যন্ত জনপ্রিয়। ২০০৭-০৮ অর্থবছর থেকে বাংলাদেশ সাবিক উৎপাদিত ইউরিয়া সার আমদানি করে আসছে। চলতি অর্থবছরে বাংলাদেশ এ প্রতিষ্ঠান থেকে ৩ লাখ মেট্রিক টনেরও বেশি ইউরিয়া সার আমদানি করেছে। ২০১৬-১৭ অর্থবছরের জন্য ইতোমধ্যে ৩ লাখ ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করা হয়েছে।

পরে মন্ত্রী বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বাড়াতে সৌদি শিল্প উদ্যোক্তা সংগঠন কাউন্সিল অব সৌদি চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সৌদি আরবের বিনিয়োগ কর্তৃপক্ষ সৌদি এরাবিয়ান জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বিকেলে শিল্পমন্ত্রী সৌদি আরবের বিখ্যাত স্টিল ও মেটাল প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা মেডেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করেন।

৫ মার্চ মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এসআই/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।