বাংলাদেশে সবাই সংগ্রাম করছে : আজহার


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০১ মার্চ ২০১৬
ফাইল ছবি

টেস্ট স্ট্যাটাস পাবার পর থেকেই ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটেই খেলে আসছে বাংলাদেশ। কিন্তু গত বছর থেকে মুস্তাফিজ, তাসকিনদের মত দুর্দান্ত বোলার পাওয়ায় বাংলাদেশ এখন ঘাসের উইকেটের দিকে মনযোগী হয়েছে। তাই এশিয়া কাপে সবুজ উইকেটে ব্যাটসম্যানরা কঠিন সংগ্রাম করছেন বলে জানান পাকিস্তান দলের বোলিং কোচ আজহার মাহমুদ।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে আজহার বলেন, ‘আমরা দেখেছি মুশফিক ও সাকিব পিএসএলে বেশ সমস্যায় ভুগেছে। কিন্তু এখানে সবাই সংগ্রাম করছে। কারণ পিচে যথেষ্ট সুইং হচ্ছে এবং অনেক বাউন্স আছে। সবাইকে কিছুটা সময় নিতে হচ্ছে।’

তবে বাংলাদেশের উইকেট নিয়ে অভিযোগ নেই আজহারের। সব ধরণের উইকেটে খেলার দিকে অভ্যস্ত হতে পরামর্শ দেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘এ ধরণের পিচ আমরা ভারতেও কিছুদিন আগে দেখেছি, যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৮০ রানেই গুটিয়ে গেছে। এ কারণে মাঝে মাঝে কৌশল ও দক্ষতার দিকে মনোযোগী হতে হয়। পিচ নিয়ে কোনো তর্ক করব না, এটা ঠিক আছে। আমাদের পেশাদারিত্ব দেখিয়ে খেলতে হবে। আমাদের শিখতে হবে এবং সব ধরণের পিচেই খেলতে হবে।’

নিজেদের বোলিং অ্যাটাক নিয়ে আশাবাদী আজহার। আমিরের দারুণ প্রত্যাবর্তনে খুশি তিনি। বোলিং অ্যাটাক নিয়ে বলেন, ‘পাকিস্তানের বোলিং সবসময়ই শক্তিশালী দিক। ছেলেরা তাদের ব্যাটিং ও দক্ষতা নিয়ে কাজ করছে। আর আমির যেভাবে আগে বোলিং করেছে এবং ফেরার পর যেভাবে করছে সেখান থেকে বলতে পারি আমির বিশ্বমানের বোলার।’

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।