অটোরিকশাকে ট্রলির ধাক্কা, প্রাণে বাঁচলেন ৩ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৬ মার্চ ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার ট্রলির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

রোববার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকপুরা চৌমুহনীতে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে নিয়ন্ত্রণ হারানো দ্রুতগামী একটি মিক্সার ট্রলি ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে চালকসহ তিন যাত্রী প্রাণে রক্ষা পান। তাদের খুব একটা ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহতদের মধ্যে মো. ইলিয়াছ (৪৫) ও মোরশেদ আলম (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সঞ্জয় সেন।

ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।