পুরোহিত হত্যা : জেএমবি সদস্য আলমগীরের স্বীকারোক্তি


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০১ মার্চ ২০১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য আলমগীর হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারজিয়া খাতুন এর আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন তিনি।

২১ ফেব্রুয়ারি পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃস্পতিবার গভীর রাতে দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নের কালিরডাংগা গ্রামের হারিজ আলী, একই উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ গ্রামের রমজান আলী এবং উপজেলা সদরের কামাতপাড়া গ্রামের আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল, চাপাতিসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে শনিবার আদালত তিন আসামির প্রত্যেকের ১৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জেএমবি সদস্য স্বীকারোক্তি করলে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য মঙ্গলবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ঘটনার দিন গ্রেফতারকৃত অপর তিন আসামিও বর্তমানে রিমান্ডে আছেন।

দেবীগঞ্জ থানা পুলিশের ওসি বাবুল আক্তার বলেন, পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে গ্রেফতারকৃত ছয় জেএমবি সদস্য রিমান্ডে আছে। এদের মধ্যে ঘটনার দিন গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্য ১৫ দিনের এবং আলমগীরসহ বৃহষ্পতিবার গ্রেফতারকৃত তিন আসামির ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের মধ্যে জেএমবি সদস্য আলমগীর হোসেন হত্যাকাণ্ডে নিজে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে।

সফিকুল আলম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।