সন্ত্রাসীদের শাস্তি না দিলে কঠোর কর্মসূচির হুমকি ছাত্রদলের


প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০১ মার্চ ২০১৬

ছাত্রলীগের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার এ স্মারকলিপি প্রদান করেন তারা। ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী প্রেরিত ওই স্মারকলিপিতে গত ২১, ২৫ ও ২৯ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আগামী দিনে সন্ত্রাসমুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, যেকোনো কঠোর কর্মসূচি দিতে পিছপা হবে না বলেও হুশিয়ারি দেয়া হয় স্মারকলিপিতে।

ঢাবি প্রক্টরকে দেয়া স্মারকলিপিতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে শহীদ মিনারে এবং ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে প্রকাশ্যে বিনা উস্কানিতে ছাত্রদলের নেতাদের উপর মধ্যযুগীয় কায়দায় ছাত্রলীগ সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালায়। ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে, সারা জাতিকে হতাশ করে, ছাত্রলীগ ক্যাডাররা কবি জসিমউদ্দিন হল ছাত্রদল শাখার যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান জনিসহ আরও অনেক ছাত্রনেতাকে আহত করে।

একইভাবে ২৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টায় চারুকলা ইনস্টিটিউটের সামনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক, চাপাতি, রডসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল শাখার যুগ্ম আহ্বায়ক শিপন বিশ্বাসকে নৃশংসভাবে আঘাত করে। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্মারকলিপিতে আরো বলা হয়, গত ২৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসি কায়দায় ছাত্রলীগ অতর্কিত হামলা করে। এতে ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিল হাসান ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্ববায়ক নিজামউদ্দিন রিপন গুরুতর আহত হন।

স্মারকলিপিতে প্রক্টরকে বলা হয়, আপনি জানেন, মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারীরিকভাবে নির্যাতন করে আহত করা হয়েছে। আমরা এই বিষয়ে একাধিকবার উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার চেয়েও বিচার পাইনি। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম ব্যহত হোক এমন কোনো কর্মসূচি আমরা দেইনি। কিন্তু ২১, ২৫ ও ২৯ ফেব্রুয়ারি যে সন্ত্রাসী হামলা হয়েছে, এরপরও চুপ করে বসে থাকতে পারি না।

আমরা বলতে চাই, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিক্ষায় সুষ্ঠু পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে গত ২১, ২৫ ও ২৯ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আগামী দিনে সন্ত্রাসমুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, যেকোনো কঠোর কর্মসূচি দিতে পিছপা হবে না।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।