বরিশালে ব্যবসায়ীকে গুলি করে ১০০ ভরি স্বর্ণ ছিনতাই


প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০১ মার্চ ২০১৬

বরিশাল নগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন দ্বীনবন্ধু সেন রোড থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ১০০ ভরি স্বর্ণ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত স্বর্ণ ব্যবসায়ী মিরাজুল হককে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্বর্ণ ব্যবসায়ী মিরাজুল হক জানান, নগরীর গীর্জামহল্লা এলাকায় তার মালিকাধীন হক জুয়েলার্স থেকে একশ’ ভরি স্বর্ণ একটি ব্রিফকেসে ভরে দোকান বন্ধ করেন। এরপর তার চাচাতো ভাই মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে নগরীর দ্বীনবন্ধু সেন এলাকায় তার বাসার উদ্দেশ্যে অটোরিকশাযোগে রওনা হন।

বাংলাদেশ ব্যাংক এলাকা অতিক্রমকালে পিছন দিক থেকে ৩টি মোটরসাইকেলযোগে ৬ ছিনতাইকারী তাদের ঘিরে ফেলে। দুর্বৃত্তরা তার কাছে থাকা স্বর্ণভর্তি ব্রিফকেস ধরে টানাটানি করে। না ছাড়ায় তার ডান পায়ে গুলি করে ব্রিফকেস নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার (এসি) আনসার উদ্দিন জানান, গুলি চালিয়ে স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকে নগরীর বিভিন্নস্থানে চেক পোস্টা বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া কয়েকটি দলে ভাগ হয়ে অভিযানে নেমেছে পুলিশ।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।