গার্মেন্টস শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালুর দাবি


প্রকাশিত: ০৫:২১ এএম, ০২ মার্চ ২০১৬

গার্মেন্টস শ্রমিকদের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে সরকারি ভর্তুকিসহ প্যাকেজ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শিল্পে ৪৫ লাখ শ্রমিক কর্মচারী কর্মরত আছে। দ্রব্যমূল্যের ক্রমাগত বাড়ানো প্রেক্ষাপটে সুষ্ঠু রেশনিং ব্যবস্থাই পারে শ্রমিক সমাজকে নিশ্চিন্তে দু-বেলা দু-মুঠো পেট পুরে খাবারের সুযোগ করে দিতে।

তারা বলেন, যেহেতু আগামী ২০২১ সালে পোশাক রফতানিতে লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, সেহেতু সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও মালিক সমিতির সহায়তা এবং শ্রমিকদের চাহিদা পূরণে সরকারের স্বইচ্ছাই পারে ২০২১ সালের ঘোষিত রফতানি লক্ষ্য মাত্রা পূরণ করতে।

মানববন্ধন শেষে ৭ সদস্যের একটি দল খাদ্য মন্ত্রণালয়ে গিয়ে খাদ্যমন্ত্রী বরাবর রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে স্বারকলিপি প্রদান করবে` বলেও জানান বক্তারা।

বাংলাদেশ গার্মেন্টস জোটের সভানেত্রী রোকেয়া সুলতানা আঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান, আলমগীর রনি, মাহাতাব উদ্দিন সহিদ ও আলী রেজা হায়দার প্রমুখ।

এএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।