সিলেট সার্কিট হাউসে আগুন


প্রকাশিত: ০৬:১৯ এএম, ০২ মার্চ ২০১৬

সিলেট সার্কিট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে সার্কিট হাউসের নতুন ভবনের দ্বিতীয় তলার একটি ভিআইপি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এদিকে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে আগুনে সার্কিট হাউসের দুইটি কক্ষ পুড়ে গেছে।

জানা যায়, বুধবার সকালে হঠাৎ করে সার্কিট হাউসের নতুন ভবনের একটি কক্ষে থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। তখন আগুনে সার্কিট হাউসের ২০১ ও ২০২ নম্বর ভিআইপি কক্ষের সকল আসবাবপত্র ও ইলেকট্রনিক্স মালামাল পুড়ে যায়।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ছামির মাহমুদ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।