কালীগঞ্জে কেবল চূড়ান্তরাই লড়বে ধানের শীষ প্রতীকে


প্রকাশিত: ০৬:৩১ এএম, ০২ মার্চ ২০১৬

কোনো বিদ্রোহী প্রার্থী নয় কেবল চূড়ান্ত প্রার্থীরাই ৩১ মার্চের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান হওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছেন স্থানীয় সাবেক সাংসদ ও বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৩য় দফায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন হবে ৩১ মার্চ। তফসিল ঘোষণার পর পরই দলীয় হাইকমান্ড অনেক হিসাব-নিকাশ করে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে সাতজন দলীয় নেতাকে চূড়ান্ত করেছেন।

কালীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তুমলিয়ায় ৩, জাঙ্গালীয়ায় ২, জামালপুরে ২, নাগরীতে ৪, বক্তারপুরে ২, বাহাদুরসাদীতে ২ ও মোক্তারপুর ইউনিয়নে ৩ জনসহ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১৮ জন প্রার্থী ইউপি চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আগ্রহ প্রকাশকারীদের মধ্যে থেকে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ভিত্তিতে ৭টি ইউনিয়নে সাতজনকে চূড়ান্ত করা হয়েছে।
 
কালীগঞ্জে বিএনপির ৭জন চূড়ান্ত প্রার্থীরা হলেন, তুমলিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরু, জাঙ্গালীয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নেছার আহমেদ নুহো, জামালপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, নাগরী ইউনিয়নে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রহিম সরকার, বক্তারপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, বাহাদুরসাদী ইউনিয়নে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ও মোক্তারপুর ইউনিয়নে সাবেক থানা যুবদল নেতা মো. রফিকুল ইসলাস পালোয়ান।

আব্দুর রহমা আরমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।