সাবিনা ইয়াসমিনের সঙ্গে প্লেব্যাক করলেন হাসান ইমাম
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম। তার অভিনয় দর্শককে বরাবরই দিয়েছে মুগ্ধতা। পাশাপাশি পরিচালনা এবং আবৃত্তিকার হিসেবেও নিজেকে ঋদ্ধ করেছেন তিনি। তবে হাসান ইমাম যে গাইতেও পারেন সেটি এতদিন অজানাই ছিলো ভক্তদের কাছে।
কিন্তু সেটি আর লুকিয়ে রাখতে পারলেন না। গতকাল মঙ্গলবার, ১ মার্চ রাত ৮টায় রাজধানীর কাকরাইলস্থ ভিসটেক রেকডিং স্টুডিওতে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে প্লেব্যাক করেছেন অভিনেতা হাসান ইমাম।
গানটি শাহ আলম মন্ডলের পরিচালনায় নির্মাণাধীন ‘সাদা কালো প্রেম’ ছবিতে ব্যবহার করা হবে। ‘এখন আমার আঠারো/ সবাই পারো ভালোবাসার কথা শোনাতে/ আমি বুড়ো মরেছি/ তোমার প্রেমে পড়েছি’ শিরোনামের গানটির গীতিকার কবির বকুল। এর সংগীতায়োজন করেছেন ইমন সাহা।
পরিচালক জানান, চলতি সপ্তাহেই গানটির জন্য দৃশ্যধারণের কাজ শুরু হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। এতে অভিনয়ও করবেন হাসান ইমাম, তার সঙ্গে দেখা যাবে তারই সহধর্মীনি লায়লা হাসানকে।
গানটি ব্যবহার প্রসঙ্গে পরিচালক শাহ আলম মন্ডল বলেন, ‘নানা, নানি ও নাতির মধ্যে খুঁনসুটি ধাঁচের গানটির রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি ভিন্নধর্মী গানটি চলচ্চিত্রের দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’
সংগীত পরিচালক ইমন সাহা গান রেকর্ডিং শেষে তোলা ছবি ফেসবুকে শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি সাবিনা ইয়াসমিনের সঙ্গে হাসান ইমামকে নিয়ে গান করার অভিজ্ঞতাকে জীবনের সেরা মুহূর্ত বলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শাহ আলম মন্ডলের পরিচালনায় ‘সাদা কালো প্রেম’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলন, অ্যানি।
প্রসঙ্গত, সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ আসরে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন সৈয়দ হাসান ইমাম।
এলএ/এমএস