সন্ন্যাসী বেশধারী ফেনসিডিল ব্যবসায়ী আটক
নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর আপ সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ সাধুবেশী এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের একটি বগি থেকে আব্দুল রশিদ (৪৫) নামের ওই ভণ্ড সাধুকে আটক করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
আটক ভণ্ড সাধু ফেনসিডিল ব্যবসায়ী দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন শালবাগান এলাকার মৃত. কমর উদ্দিন শেখের ছেলে।
জানা গেছে, গতকাল (বুধবার) খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর আপ সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৭ টার দিকে সৈয়দপুর স্টেশনের অদূরে দক্ষিণে বানিয়াপাড়া নামক স্থানে পৌঁছে। এ সময় ওই ট্রেনের বগিতে একটি লাল রঙের কাপড়ের ব্যাগ হাতে জটাধারী সাধুবেশে এক ব্যক্তিকে দেখতে পান রেলওয়ে পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহীনুর আলম। এসময় ওই সাধুবেশধারী ব্যক্তির গতিবিধি দেখে ওই পুলিশের সন্দেহ হলে তার ব্যাগের বিষয়ে জিজ্ঞাসা করলে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয় এবং সে ওই ট্রেনের বগি থেকে পালানোর চেষ্টা করে। এতে রেলওয়ে পুলিশের সন্দেহ আরো প্রবল হলে তার ব্যাগে তল্লাশী চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তা জব্দ করে সৈয়দপুর রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম লুৎফর রহমান জাগো নিউজকে ভণ্ড সাধুর কাছ থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/এবিএস