খালেদাকে আবারো চিকিৎসার পরামর্শ দিলেন হাছান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে আবারো চিকিৎসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘স্বাধীনতার সুরক্ষা ও জাতীয় উন্নয়নে শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠন আলোচনা সভাটির আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘সারা দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে, অথচ তিনি (খালেদা) তা চোখে দেখছেন না, খালেদাকে কানের এবং চোখের চিকিৎসা সমাপ্ত করতে আবারো লন্ডন যাওয়া উচিত। দয়া করে আবার লন্ডনে গিয়ে আপনি চিকিৎসা সম্পূর্ণ করে আসুন, তাহলেই দেশের উন্নয়ন আপনার চোখে পড়বে।’
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা এক-এগারোর কুশীলবদের বিচার চেয়েছেন। কিন্তু যাদের কারণে এক এগারো হয়েছিলো, তাদের আগে বিচার হওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া ২০০৭ সালে এক-এগারো সৃষ্টি করেছিলেন। ২০১৪ সালেও নির্বাচনে না গিয়ে এক-এগারো সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আবার ২০১৫ সালেও সেই আশায় বসে ছিলেন, কিন্তু হয়নি। তার সেই ষড়যন্ত্র এখনও থেমে নেই।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল মান্নান।
এএসএস/এসকেডি/আরআইপি