মালয়েশিয়ায় হাতির ১৫৯ কেজি দাঁত উদ্ধার
মালয়েশিয়ায় বিমান যাত্রীদের কাছে থেকে একশ ৫৯ কেজি চোরাই হাতির দাঁত উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বুধবার উদ্ধার করা এসব দাঁতের মূল্য প্রায় ৩ লাখ ৮২ হাজার ২শ’ মার্কিন ডলার।
কাস্টমস কর্মকর্তারা জানান,এ চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে গত শনিবার বিমানবন্দর থেকে ভিয়েতনামের দুই নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের দু’টি ব্যাগে করে ১০১ কেজি হাতির দাঁত উদ্ধার করা হয়। পরে ওই দিনই বিমানবন্দর থেকে আরো একটি ব্যাগে ৫৮ কেজি হাতির দাঁত পাওয়া যায়।
বিমানবন্দর কর্মকর্তাদের ধারণা, ব্যাগটি ভিয়েতনামের কোনো বিমান যাত্রীর। ওই নাগরিক ইথিওপিয়া থেকে হ্যানয়গামী একটি বিমানের যাত্রী ছিলেন।
এসআইএস/এমএস