মারলিন ক্লারার ‘নীল চিঠি’


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০২ মার্চ ২০১৬

নটরডেম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মারলিন ক্লারার ‘নীল চিঠি’ এ বছরের বইমেলার শেষদিন প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরীর অক্ষর পত্র প্রকাশনী।

১৯৮৯ সালে খ্রিস্টাব্দে ‘প্রিয়া পিয়া ডাকো’ নামে লেখকের প্রথম বই প্রকাশ পেয়েছিল।  প্রায় সাতাশ বছর পরে ভিন্ন আঙ্কিকে সেই বইটি ‘নীল চিঠি’ নামে প্রকাশিত হয়েছে। বইটিতে ১৯টি ছোট গল্প রয়েছে।

‘নীল চিঠি’ বইয়ের বিষয়ে লেখক মারলিন ক্লারা বলেন, শুধু গল্প বলার অভিপ্রায় থেকে বইটি লেখা হয়নি। পাঠকের মনে গল্পের নতুন বীজ বুনে দেয়ার ঝোঁক। যেখানে আপন মনে নতুন আরেকটি গল্পের সূচনা করবেন স্বয়ং পাঠক। কল্পনা ও বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে একান্ত নিজস্ব ভাবনার ফসল ‘নীল চিঠি’। ‘নীল চিঠি’ বইটির বিনিময় মূল্য ১৩০ টাকা।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।