রাঙামাটিতে চার দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠী নাট্যোৎসব
রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ৩ মার্চ শুরু হচ্ছে চার দিনব্যাপী বর্ণাঢ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী নাট্য উৎসব-২০১৬। উৎসবকে ঘিরে এরই মধ্যে মুখর হয়ে উঠেছে পার্বত্য নগরী রাঙামাটি। বইতে শুরু করেছে বৈচিত্রপূর্ণ সংস্কৃতির আনন্দধারা। উৎসবে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাট্যদল অংশ নেবে।
রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচালক রুনেল চাকমা জাগো নিউজকে জানান, উৎসবের সব আয়োজন সম্পন্ন। রাঙামাটি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতি চর্চা, প্রসার, উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে চার দিনব্যাপী এ নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রতিদিন মঞ্চস্থ হবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় রচিত মঞ্চ নাটক। এ উপলক্ষ্যে ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলার আয়োজনও করা হয়েছে।
তিনি জানান, উদ্বোধনী দিনে বিকেল ৫টায় মঞ্চস্থ হবে রাঙামাটির জুম ফুল থিয়েটারের পরিবেশনায় ও নাট্যকার নিরূপম চাকমার পরিচালনায় চাকমা নাটক ‘ধনপুদি’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবানের চাগা থিয়েটার আর্টস পরিবেশনায় ও নাট্যকার উ-উইন মং জলির পরিচালনায় মারমা নাটক ‘স্বাইতিক স্বাং’।
শুক্রবার বিকেল ৫টায় মঞ্চস্থ হবে খাগড়াছড়ির য়ামুক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ও নাট্যকার লিয়ন ত্রিপুরার পরিচালনায় ত্রিপুরা নাটক ‘আপেলা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবানের ম্রো নাট্য দলের পরিবেশনায় ও নাট্যকার উ-উইন মং জলির পরিচালনায় ম্রো নাটক ‘আনৈপ্রা’।
শনিবার বিকেল ৫টায় মঞ্চস্থ হবে রাঙামাটির ফুরমোন জুম্ম সাংস্কৃতিক নাট্য গোষ্ঠীর পরিবেশনায় ও নাট্যকার রামচন্দ্র চাকমার পরিচালনায় চাকমা নাটক ‘মানেই জিংকানি’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর মানওয়া নাট্যদল পরিবেশনায় ও নাট্যকার কর্নোলিয়ার্স হাঁসদার পরিচালনায় সাওতাল নাটক ‘সাঁওতা অৗরি’।
রোববার বিকেল ৫টায় মঞ্চস্থ হবে রাঙামাটির ঘাগড়া কালচারাল একাডেমির পরিবেশনায় ও নাট্যকার সুদত্ত তালুকদারের পরিচালনায় চাকমা নাটক ‘আক্কলর শাস্তি’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের মৌলভীবাজারের মণিপুরি থিয়েটারের পরিবেশনায় ও নাট্যকার শুভাশীষ সিনহার পরিচালনায় মণিপুরি নাটক ‘লেইমা’।
সুশীল প্রসাদ চাকমা/এমজেড/এমএস