বরিশালে জাটকা সংরক্ষণে সচেতনতায় নৌ শোভাযাত্রা


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০২ মার্চ ২০১৬

জাটকা (৯ ইঞ্চির কম সাইজের ইলিশ) সংরক্ষণে জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেঘনায় নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাটকা সপ্তাহ ২০১৬ উপলক্ষে জেলা মৎস্য অধিদফতর এ শোভাযাত্রার আয়োজন করে।

বুধবার বেলা ১১টার দিকে ৫০টি ট্রলার নিয়ে নৌ শোভাযাত্রা হিজলার পুরাতন লঞ্চঘাট থেকে শুরু হয়ে প্রায় ১০ কিলোমিটার দূরে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ স্টেশনে গিয়ে শেষ হয়।
 
এসময় জাটকা নিধন বন্ধের জন্য সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং প্লাকার্ড বহন করেন জেলেরা।

Barisal
 
শোভাযাত্রার উদ্বোধন করেন বরিশাল- ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. ওয়াহেদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা তানিয়া, জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্রসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। পরে তারা নৌ শোভাযাত্রায় অংশ নেন।

সাইফ আমীন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।