ডাইং মিলে পা পিছলে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৩

রাজধানীর কদমতলীতে একটি ডাইং মিলে পা পিছলে পড়ে মো. কামাল হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মাথায় রোলারের আঘাত লাগে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ঘটে এই ঘটনা।

নিহত কামালের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সদরে। তিনি শ্যামপুর লাল মসজিদ এলাকায় থাকতেন।

আরও পড়ুন: আধুনিক সমাজেও শ্রমিক শোষণ দৃশ্যমান

নিহতের স্ত্রী শাহানা বেগম বলেন, আমার স্বামী ‘টৈট্রা ডাইং’ ফ্যাক্টরির একজন শ্রমিক। সকালের দিকে মাথায় কাপড়ের বস্তা নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান তিনি। এসময় তার মাথায় রোলারের সঙ্গে আঘাত লাগে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যেখানে মালিক-শ্রমিক সবাই সমান, কর্মপরিবেশও নিরাপদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।