চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলনের সম্ভাবনা


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৩ মার্চ ২০১৬

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বত্রই এখন দেখা মিলবে মুকুল ভর্তি আম গাছ। বাগান মালিক, ব্যবসায়ী ও আম চাষীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আম গাছের পরিচর্যাকে ঘিরে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমের বম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
     
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সাজদার রহমান জানান, এ বছর জেলায় এখন পর্যন্ত ৯০ ভাগ আম গাছে মুকুল এসেছে।
 
তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এ বছর আমের ভালা ফলনের সম্ভাবনা রয়েছে। এবার জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। গত বছর ২৪ হাজার ২৬৭ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন।
 
কৃষি বিভাগ বলছেন, আম প্রধান অর্থকরী ফসল হওয়ায় প্রতি বছরই জেলায় আম বাগান ও আম গাছের সংখ্যা বাড়ছে।
 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা মহল্লার আম চাষী মাহফুজ জানায়, এ বছর তার আম বাগানে প্রায় ৯৫ ভাগ মুকুল এসেছে। এখন ব্যস্ত সময় কাটছে আম গাছের পরিচর্যা করে। আম চাষীরা প্রকৃতির উপর নির্ভরশীল। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলন হবে।
 
অপর আম বাগান মালিক শহরের তৌহিদুল ইসলাম জানায়, এখন পর্যন্ত আবহাওয়া ভালো রয়েছে এবং কোন প্রাকৃতিক বিপর্যয় না হলে আমের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে সময় মতো আম পেরে বিক্রি করতে না পারলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
 
তিনি জানান, সরকারের বিভিন্ন ধরনের বিধি-নিষেধ থাকায় গত দুই বছর থেকে আম ব্যবসার সঙ্গে জড়িতরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আম বাগান কয়েক বার হাত বদল হলেও এ বছর আম বাগান বিক্রি হচ্ছে না।
 
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরিফ উদ্দীন জানান, এ মৌসুমে তেমন কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে গত বছরের চেয়ে আমের ফলন ভালো হবে।
 
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, জেলায় প্রায় ১ হাজার কোটি টাকার আম উৎপাদন হয়।
 
তিনি আরও জানান, জেলার প্রায় ৭০ ভাগ মানুষ কোন না কোনভাবে আম ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট। আমের উৎপাদনের সঙ্গে তাদের জীবনমান নির্ভর করে। আমের ভালো উৎপাদন হলে ব্যবসা চলে প্রায় ৪ মাস।

আব্দুল্লাহ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।