রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানী হাজারীবাগের জিগাতলায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রশিদুল ইমলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা সহকর্মী মোহাম্মদ নুর আলম জানান, আমারা জিগাতলা পিলখানা (বিডিআর) ৪ নম্বর গেটের পাশে একটি নির্মাণাধীন ভবনের ১৩তলায় রড বিছানোর কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এমআরএম/জেআইএম