শার্শায় এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৩ মার্চ ২০১৬

যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে শিউলি খাতুন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাতে নাভারন বুরুজবাগান গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত বুরুজবাগান গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে ও নাভারণ কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

শার্শা থানা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,  প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে।

তবে এলাকাবাসির ধারণা শিউলিকে হত্যা করে তার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। মৃত শিউলির লেখা চিঠির সাথে তার ব্যবহৃত খাতার লেখার মিল নেই।

শিউলির বান্ধবীরা জানান, শার্শার সেলিম উদ্দিনের ছেলে রাজিবুল ইসলাম এর সাথে শিউলির প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে রাজিবুলের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে শিউলির স্বজনেরা বাড়িতে তাকে বকাবকি করে। পরে সে আত্মহত্যা করতে বাধ্য হয়।
 
শার্শা থানার এসআই সঞ্জিত কুমার জানান, নিহতের ব্যবহৃত খাতায় একটি ডেথনোট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে খাতাটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই তার মৃত্যুর সঠিক ঘটনা জানা যাবে।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।