ইয়াবাসহ রামেক হাসপাতালের কর্মকর্তা আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা মইউদ্দিন মারুফকে (৪৩) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে অফিস থেকে মারুফকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে বলে গোয়েন্দা
পুলিশের একটি সূত্র জানিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মারুফের ব্যবহৃত মোটরসাইকেলে ইয়াবা পাওয়া গেছে। সে কারণে গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ইয়াবাসহ মারুফকে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহরিয়ার অনতু/এআরএ/পিআর