বাল্যবিবাহ মুক্ত হলো নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন


প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৩ মার্চ ২০১৬

কিশোর কিশোরী, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ঈমাম, কাজী, পুরহিতসহ সকল মানুষের অংশগ্রহণে নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান।

গনসমাবেশের সভাপতি বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোক্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী গণসমাবেশে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান পাশা।

গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সুধির রায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাম ও ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হকসহ প্রমুখ।

জাহেদুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।