মেডিটেশনে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল


প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৩ মার্চ ২০১৬

আগামী ১৫ মার্চ ভারতে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশাকাপের ষষ্ঠ আসর। এবারের আসরে বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি নারী ক্রিকেট দলও অংশ নিচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের জন্যে মেডিটেশন সেশন আয়োজন করে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কিউট।

মেডিটেশন সেশনে বাংলাদেশ মহিলা দলের সকল সদস্য উপস্থিত ছিলেন। সেশনটি পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মেডিটেশন কনসালটেন্ট বনানি তানজিমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএমও কাজী নেওয়াজ মাহতাব।

এবারই প্রথম বাংলাদেশ বাছাই পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। এরআগে ২০১৪ সালে বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ায় স্বাগতিক হিসাবে খেলার সুযোগ পায় সালমা-জাহানারারা।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের ১৫ মার্চ উদ্বোধনী ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মহিলা দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় চারটায় মাঠে নামবে দুই দল।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।