যশোরের হরিহরনগর ইউপি নির্বাচন স্থগিত


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৩ মার্চ ২০১৬

আদালতের নির্দেশে প্রথম ধাপের নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী আবদুস সাত্তার নির্বাচন স্থগিত আদেশ চেয়ে আদালতে রিট করেন। গত ২২ ফেব্রুয়ারি স্থগিতাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে উপজেলা নির্বাচন অফিস।

হরিহরনগর ইউনিয়নে চেয়ারম্যান গাজী আবদুস সাত্তার জানান, আমার পরিষদের মেয়াদ দুই বছর ৬ মাস হয়েছে। মেয়াদপূর্ণ হওয়ার আগেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছিলাম। যার নম্বর ১৮/৯৩। আদালত গত ২২ ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত আদেশ দিয়েছে।

মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান জানান, আদালতের নির্দেশের কপি বৃহস্পতিবার হাতে পেয়েছি। এজন্য হরিহরনগর ইউনিয়নের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। ইউপি চেয়ারম্যান গাজী আবদু সাত্তারের রিট আবেদনের ভিত্তিতে আদালত নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী হরিহরনগর ইউনিয়নে যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থী চূড়ান্ত করা হয়।

প্রার্থীরা হলেন, জহরুল ইসলাম (আওয়ামী লীগ), আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র), মনিরুজ্জামান মুকুল (আওয়ামী বিদ্রোহী),আবু বক্কর সিদ্দিকী (জামায়াত সমর্থিত), নজরুল ইসলাম (স্বতন্ত্র), নূর মোহম্মাদ (স্বতন্ত্র), জোহর আলী (স্বতন্ত্র), আব্দুর রাজ্জাক বিশ্বাস (স্বতন্ত্র) তবিবুর রহমান (স্বতন্ত্র)। আদালত নির্বাচন স্থগিত করায় প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব হয়নি।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।