রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৩ মার্চ ২০১৬

রাজধানীর মিরপুরে সুমি (১২) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের পাইকপাড়ার আহম্মদ নগরের ২৮১/৩ নম্বর বাসা থেকে ওই গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মিরপুর মডেল থানার এসআই মতিউর রহমান বলেন, ওই বাসার ভাড়াটিয়া হাফিজুর রহমান ব্যাংকে চাকরি করেন। তার ওখানে কাজ করতো সুমি। তবে ঘটনার সময় কেউ বাসায় ছিল না। সন্ধ্যার দিকে মতিউর রহমানের ছেলে খেলা হতে ফিরে ফ্যানের সঙ্গে সুমির ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর এলাকাবাসী থানা পুলিশে খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত সুমির বাড়ি গোপালগঞ্জের মকসেদপুরের গোলাবাড়িয়া। আর তার বাবার নাম সাহেব আলী বলেও জানায় পুলিশ।

জেইউ/এসএইচএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।