বাহুবলে ৪ শিশু হত্যা : গ্রেফতারকৃত সালেহ দুই দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৩ মার্চ ২০১৬

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সালেহ আহমেদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি মো. মুকতাদির হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি সালেহ উদ্দিন আহমেদকে (২৭) আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। এরপর থেকে কারাগারে আটক ছিল সালেহ।
 
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় ওই উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের আত্মীয় আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)। ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া।

১৬ ফেব্রুয়ারি এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন নিহত মনির মিয়ার বাবা আব্দাল মিয়া। ১৭ ফেব্রুয়ারি বাড়ির পাশের ইছাবিল নামক স্থান থেকে ওই চার শিশুর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।