সাহিত্য পুরস্কারের ইমেইল বিশ্বাস করেননি লেখক


প্রকাশিত: ১০:৫৩ পিএম, ০৩ মার্চ ২০১৬

১ লাখ ৫০ হাজার ডলার মূল্যের সাহিত্য পুরস্কার সম্পর্কিত একটি ইমেইলকে ভুয়া মনে করেছিলে অস্ট্রেলিয়ার লেখক হেলেন গার্নার। তবে ইমেইলের সত্যতা জানার পর রীতিমতো চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন তিনি। খবর বিবিসি।

অস্ট্রেলিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনকে ওই লেখক বলেন, প্রথমে এই ইমেইলকে কারো চক্রান্ত মনে করে মুছে ফেলতে চেয়েছিলেন। কিন্তু তারপরও করেননি।

গার্নার তার প্রকাশককে ফোন করার কথা ভাবলেন, পরে ওই প্রকাশকই তাকে নিশ্চিত করেছিলেন বাস্তবিক অর্থেই উইন্ডহ্যাম-ক্যাম্পবেল পুরস্কার রয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বিশ্বের দামি সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি হলো উইন্ডহ্যাম-ক্যাম্পবেল পুরস্কার।

৭৩ বছর বয়সী হেলেন গার্নার নন-ফিকশন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন। তিনি বিভিন্ন ধরনের উপন্যাস লিখেছেন এবং চিত্রনাট্যও রচনা করেছেন। তাছাড়া অস্ট্রেলিয়ান ক্লাসিক সাহিত্যে অন্যতম ভূমিকা রেখেছেন তিনি।

জানা গেছে, উইন্ডহ্যাম-ক্যাম্পবেল সাহিত্য পুরস্কার পাবার ইমেইল দেখে গার্নারের মতো অন্যান্য লেখকেরাও অবাক হন কারণ এই পুরস্কারের জন্য কোন কিছু জমা দেয়ার কোনও প্রক্রিয়া নেই।

ইয়েল তাদের ওয়েবসাইটে জানিয়েছে , অজ্ঞাতপরিচয়ে লেখকদের লেখা বিচার করা হয় এবং তারা জানেওনা যে তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।