কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা


প্রকাশিত: ০৫:২৫ এএম, ০৪ মার্চ ২০১৬

বিএনপির ষষ্ঠ কাউন্সিলে (১৯ মার্চ)কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জে. (অব) আ.স.ম হান্নান শাহ। শুক্রবার বেলা ১১টায় কাউন্সিলস্থল রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউসন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় কাউন্সিলকে ঘিরে বিএনপির নানা পরিকল্পনার কথা বলেন তিনি।

হান্নান শাহ বলেন, ষষ্ঠ জাতীয় কাউন্সিল পণ্ডের ষড়যন্ত্র হতে পারে এমন আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবেই তা নির্মুল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাউন্সিলের প্রতিবন্ধকতা প্রথম অনুভূত হয়েছিল নিরাপত্তা নিয়ে। একটি অনির্বাচিত সরকার যখন নির্যাতন ও নিবর্তনকারী আচরণ শুরু করে তখন কাউন্সিল শেষ না হওয়া পর্যন্ত বলতে পারব না, বাইরে-ভেতরে তাদের কোনো কূটকৌশল চালাচালি আছে কিনা? কাউন্সিল পণ্ড করতে সরকার নানা কৌশল অবলম্বন করতে পারে।

তিনি আরো বলেন,  কোনে ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা প্রতিহত করার জন্য আমরা প্রাথমিক গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করব। এছাড়া আমাদের একাধিক মোবাইল টিম কাজ করবে। পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র দেখে  অতিথিদের সম্মেলনস্থলে প্রবেশ করানো হবে। কাউন্সিল সফলে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তাদেরকে  সরবরাহকৃত নিরাপত্তা কার্ড বহন করতে হবে। পাশাপাশি তথ্য-প্রযুক্তিগত সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বোম্ব ডিসপোজাল স্কোয়াড পেতে সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে।  

এমএম/একে/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।