মামলার জট কমাতে চান অবসরপ্রাপ্ত বিচারকরা


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৪ মার্চ ২০১৬

বর্তমানে দেশে বিচারাধীন প্রায় ৩০ লাখ মামলার জট রয়েছে। এই জট কমাতে অবসরপ্রাপ্ত বিচারকরা সহায়ক ভূমিকা পালন করতে চায়। অবসরপ্রাপ্ত বিচারকদের সংগঠন রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা একথা বলেন সংগঠনের কোষাধ্যাক্ষ মাহবুবুর রহমান।

শুক্রবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব আলাউদ্দিন সরদার, রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মীর মো. আওলাদ হোসেন, নির্বাহী সদস্য শেখ জালাল উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, বর্তমানে সংগঠনটির সদস্য ১১২ জন। আগামীতে আরো ৮৬ জন এ সংগঠনের সদস্য হবেন।

অনুষ্ঠানে মাহবুবুর রহমান সংগঠনের গত ১ বছরের আয়-ব্যায়ের হিসেবনিকেশ তুলে ধরেন।
 
এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।