রাজশাহীতে ট্রেন অবরোধের চেষ্টা : পুলিশের লাঠিচার্জ


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ মার্চ ২০১৬
ফাইল ছবি

আসন না পাওয়ায় যাত্রী রাজশাহী রেল স্টেশনে ট্রেন অবরোধের চেষ্টা করেছে বিক্ষব্ধ যাত্রীরা। এসময় পুলিশের লাঠিচার্জে অন্তত পাঁচযাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

যাত্রীদের অবরোধের কারণে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনটি ৪০ মিনিট দেরিতে স্টেশন ত্যাগ করে। এসব যাত্রী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে রাজশাহী এসেছিলেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ নেতাদের প্রার্থী। তারাই মূলত ট্রেন অবরোধ করেছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশের একটি সূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কয়েক হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে আসেন। এর মধ্যে খুলনা বিভাগ থেকেও বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী আসে। পরীক্ষা শেষে  তারা বাড়ি ফেরার জন্য দুপুর ২টার দিকে কপোতাক্ষ ট্রেনের টিকিট কিনেন।

ট্রেনের আসন সংখ্যার চেয়ে কাউন্টার থেকে অন্তত ৩০০ অতিরিক্ত টিকিট বিক্রি করা হয়। ফলে টিকিটধারী যাত্রীরা ট্রেনে ওঠায় গোটা ট্রেনের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকে টিকেট না পেয়ে ইঞ্জিনেও অবস্থান নেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যাত্রীদের লাঠিচার্জ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে রাজশাহী রেলওয়ে পুলিশের পরিদর্শক আকবর আলী জানান, অতিরিক্ত কিছু যাত্রী ট্রেনে জায়গা না পেয়ে ইঞ্জিনে উঠে পড়েছিল। আর কিছু যাত্রী প্লাটফর্মে বি-শৃঙ্খলা করছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

তবে রেলওয়ে পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কপোতাক্ষ ট্রেনের যাত্রী হিসেবে খুলনার প্রচুর লোকজন ছিল। তারা মূলত রেলের নিয়োগ পরীক্ষা দিতে এসেছিলেন শ্রমিক লীগ নেতাদের প্রার্থী হয়ে। কিন্তু ট্রেনে জায়গা না পেয়ে এদের একদল ইঞ্জিনে উঠে পড়ে। আরেক দল অতিরিক্ত বগি সংযোজনের দাবিতে হৈচৈ শুরু করে। এ পরিস্থিতিতে স্টেশন থেকে লাইন ক্লিয়ারেন্স না দেয়া চালক ট্রেন ছাড়তে পারেননি।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রাজশাহীর স্টেশন মাস্টার আনিসুর রহমান জানান, অতিরিক্ত যাত্রীর কারণে খানিকটা সমস্যা হয়েছিল। তবে যেসব যাত্রী ওই ট্রেনে যেতে পারেননি, তাদের পরবর্তী ট্রেনে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

শাহরিয়ার অনতু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।