অভিযানের খবরে পালালেন ডেইরি ফার্মের মালিক

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় এক ডেইরি ফার্মে অভিযানে গিয়েছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে অভিযানের খবরে ফার্মের গেটে তালা লাগিয়ে পালিয়ে যান ডেইরি ফার্মের মালিক। ফলে কাউকে না পেয়ে ফিরে আসেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া।
অভিযোগের ভিত্তিতে বুধবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে হাজারীবাগের ভাগলপুর এলাকায় ডেইন্টি ডেইরি ফার্মে অভিযানে যায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে গিয়ে দেখা যায়, একটি ভবনের তৃতীয় তলায় ফ্ল্যাট ভাড়া করে দুই বছর ধরে ডেইরি ফার্মের ব্যবসা চালিয়ে আসছিলেন শরীফ ও সজিব নামের দুই ভাই। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে চাকরি না পেয়ে এই ব্যবসা শুরু করেন তারা। বুধবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট ভবনের তৃতীয় তলায় গিয়ে দেখেন দরজায় তালা লাগানো। পরে কাউকে না পেয়ে ফিরে আসেন।
ভবনের কেয়ারটেকার রিনা জানান, দুই বছর ধরে একটি ফ্ল্যাট ও ভবনের সামনের একটি দোকান নিয়ে ডেইরি ব্যবসা করছেন দুই ভাই। তারা দুধ দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করেন। তবে তাদের ফ্ল্যাটের কোনো চাবি তার কাছে নেই। ফলে ফ্ল্যাট খোলা সম্ভব হয়নি।
এনএইচ/কেএসআর/এএসএম