দুর্ঘটনায় দুই পুলিশের মৃত্যুতে আইজিপির শোক


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৪ মার্চ ২০১৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবাহী ট্রাক ধাওয়া করার সময় ট্রাকচাপায় দুই পুলিশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশের বিষয়টি জানিয়েছে পুলিশ হেড কোয়ার্টার্স।

বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়কে ট্রাকচাপায় নিহত হন শিবগঞ্জ থানার সাবইন্সপেক্টর সাদেকুল ইসলাম ও শিক্ষানবিশ সার্জেন্ট আতাউল ইসলাম।

শোকবার্তায় আইজিপি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী ওই দুই ‘বীর’ পুলিশ সদস্যকে ‘পুলিশ বাহিনীর ও দেশের গর্ব’ বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, ‘তারা দায়িত্ব পালনে যে সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশ পুলিশ বাহিনী চিরদিন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। সমাজ থেকে মাদক নির্মূলে তাদের সর্বোচ্চ আত্মত্যাগ পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আইজিপি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, স্বজন হারানোর কষ্ট অনেক গভীর। আপনারা নিজেদের কখনও একা ভাববেন না। বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে রয়েছে।

এআর/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।