নোয়াখালীতে চিয়ার আপ মাদক বিরোধী কনসার্ট
নোয়াখালী মাইজদীতে প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় চিয়ার আপ মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এম এ রশীদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কনসার্ট হয়। কনসার্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো জাগো এফ এম ও জাগোনিউজ২৪.কম।
বিকেলে ৪টা থেকে কনসার্ট শুরু হওয়ার কথা থাকলে ও তার আগেই দর্শকরা অনুষ্ঠানস্থল এম এ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটে এসে জড়ো হয়। সবাই সারিবদ্ধভাবে চিয়ার আপের লেবেল প্রদর্শনের মাধ্যমে উন্মুক্ত মাঠে প্রবেশ করে।
ঘড়ির কাটা ৪টার বাজার সঙ্গে সঙ্গে কনসার্ট মঞ্চে স্থানীয় কণ্ঠশিল্পী রানা বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ও ভারতীয় হিন্দি গান পরিবেশ করেন। আছরের নামাজের বিরতির পর জনপ্রিয় কণ্ঠশিল্পী মম গান পরিবেশন করেন। এরপর আসেন পাওয়া ভয়েজ তারকা জনপ্রিয় কণ্ঠশিল্পী রেশমী। সবার শেষে কনসার্ট মঞ্চে উঠেন ক্লোজআপ তারকা জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমি।

শুরু থেকে শেষ পর্যন্ত কনসার্টটি সুন্দর ও নিরাপদে শেষ করতে পারায় উপস্থাপক ও প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং এক্সিকিউটিভ আমিনুল করিম ফাহাদ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং কো-অডিনেটর (ইভেন্ট) নাজমুল হক জাগো নিউজকে জানান, গত ২৯ ফেব্রুয়ারি থেকে তারা নোয়াখালীর বিভিন্ন জায়গায় কনসার্ট নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। সামাজিক দায়বদ্ধা থেকে তারা এ কনসার্ট করেন। তার মূল উদ্দেশ্য মাদক মুক্ত সমাজ গঠন। আর এ থেকে সমাজকে রক্ষা করতে হলে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি আরে জানান ,ইতোমধ্যে তারা খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম,বগুড়ায় এ কনসার্ট করেছেন। নোয়াখালীর পরে দিনাজপুর ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে চিয়ার আপ মাদক বিরোধী কনসার্ট।
জেএইচ