আজিমপুরে ১৬ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

রাজধানীর আজিমপুর এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। এসময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মিজানুর রহমান (২২)।
শুক্রবার (৩১ মার্চ) জাগো নিউজকে এ তথ্য জানিয়েছন ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার আশফাক আহমেদ।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আনিছুর রহমানের নেতৃত্বে একটি টিম আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২টি লাল রঙের ট্রলিব্যাগ তল্লাশি করে ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আরও পড়ুন: ছাদবাগানে গাঁজা চাষ, বাবা-ছেলে গ্রেফতার
তিনি আরও বলেন, মিজানুর কুমিল্লা থেকে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। তার বিরুদ্ধে মামলা হয়েছে লালবাগ থানায়।
আরএসএম/এমএইচআর/জিকেএস