যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কারসন


প্রকাশিত: ০৪:০৪ এএম, ০৫ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী বেন কারসন।
রক্ষণশীলদের উদ্দেশ্যে এই রিপাবলিকান নেতা বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়াচ্ছি।’

কারসন একজন অবসরপ্রাপ্ত নিউরোসার্জন। তিনি নির্বাচনী প্রচারণায় প্রথম সারিতেই ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের অতীত জীবনের কিছু প্রশ্নের ক্ষেত্রে তিনি সমর্থকদের সন্তুষ্ট করতে পারেননি। তাছাড়া প্রাথমিক নির্বাচনে বিশেষ করে মঙ্গলবারের ভোটে বিশেষ সুবিধা করতে না পারায় প্রার্থী বাছাইয়ের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান নেতা।

কারসন সরে যাওয়াতে নির্বাচনী প্রতিযোগিতায় রিপাবলিকান দলে বাকি থাকল আর চারজন। তবে এই চারজনের মধ্যে তিনি কাকে সমর্থন করবেন তা এখনও জানা যায়নি। যদিও ওই চারজনের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত  রক্ষণশীলদের জনসমাবেশে কারসন বলেন, ‘বহু মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন। কিন্তু তারা আমাকে ভোট দেবেন না।’

তবে দেশের জন্য নিজেকে সবসময় নিয়োজিত রাখার ঘোষণা দিয়েছেন কারসন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।