টাটার স্পেয়ার পার্টস কেনা যাবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ৩১ মার্চ ২০২৩

অনলাইনে গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রি শুরু করেছে দেশের শীর্ষ অটোমোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান নিটল মটরস। অনলাইনভিত্তিক বিক্রয় সেবা ‘ই-দোকান’ এর মাধ্যমে টাটা গাড়ির গ্রাহকরা তাদের প্রয়োজনীয় স্পেয়ার পার্টস অর্ডার দিতে পারবেন।

নিটল মটরস স্পেয়ার পার্টস ডিভিশনের এ অনলাইন সেবার প্ল্যাটফর্মে পেমেন্ট ব্যবস্থায় থাকবে সূর্যপে পেমেন্ট গেটওয়ে কোম্পানি। এর ফলে ক্রেতাদের বিকাশ-নগদ-এম ক্যাশসহ নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর মহাখালীতে নিটল নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। এসময় নিটল নিলয় গ্রুপের স্পেয়ার পার্টস ডিভিশনের প্রধান এস এ এইচ ইসমাইল বলেন, সূর্যপের মাধ্যমে এই অনলাইন পেমেন্ট ব্যবস্থা টাটার স্পেয়ার পার্টস ক্রয়ে নতুন মাধ্যমের সূচনা করবে এবং গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা মটরসের কাস্টমার কেয়ার ও রিজিওনাল ম্যানেজার ভেংকেটেস আলবাল, ডেপুটি জেনারেল ম্যানেজার সুমিত রায়, নিটল মটরসের পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আবদুল মতিন (অব.), ফাইন্যান্স ডিরেক্টর মুহাম্মাদ সেলিম, সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ প্রমুখ।

এসএম/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।