তুরাগ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৫ মার্চ ২০১৬

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গী থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৪২ বছর। তার পরনে ফুলহাতা শার্ট ও কালো রংয়ের প্যান্ট ছিল।

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে চামড়া আগলা হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।