গুগলেও শোনা যাবে প্রাণির ডাক
সম্প্রতি ১৯টি প্রাণির ডাক যুক্ত করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। যে কেউ ডেস্কটপ বা মোবাইল থেকে প্রাণিদের শব্দ শুনতে পাবেন।
বানর, বিড়াল, গরু, হাঁস, হাতি, ঘোড়া, সিংহ, হরিণ, পেঁচা, শকূন, রেকুন, মোরগ, ভেড়া, বাঘ, কচ্ছপ, তিমি নেকড়েসহ মোট ১৯টি প্রাণির ডাক শোনা যাবে গুগলে।
প্রত্যেক প্রাণির পাশে একটি করে আইকন থাকবে। সেখানে ক্লিক করলে ওই প্রাণির ডাক শোনা যাবে। অর্থাৎ আইকনে ক্লিক করলেই ওই প্রাণিটি কিভাবে শব্দ করে তা শোনা যাবে।
টিটিএন/এবিএস