নওগাঁয় আরো ২টি গ্রেনেড ও ৪৪টি গুলি উদ্ধার


প্রকাশিত: ১০:২০ এএম, ০৫ মার্চ ২০১৬

নওগাঁ সদর হাসপাতালের একটি সেফটি ট্যাঙ্ক থেকে আরো ২টি গ্রেনেড ও ৪৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাসপাতালের পুরাতন একটি সেফটি ট্যাঙ্ক খনন করার সময় গ্রেনেড ও গুলিগুলো উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার সেখান থেকে ৭টি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনজুমান আরা জানান, গত কয়েকদিন থেকে হাসপাতালের তিনটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক সংস্কার কাজ শুরু হয়। সুইপাররা সেফটি ট্যাঙ্কগুলো পরিষ্কার করার সময় শুক্রবার দুপুরে দক্ষিণ দিকের একটি ট্যাঙ্ক থেকে প্রথমে একটি মরিচা ধরা গ্রেনেড পাওয়ার পর থানায় সংবাদ দেয়া হয়। পরে সেখান থেকে মরিচা ধরা ৭টি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়।

শনিবার সকাল থেকে আবারও কাজ শুরু হলে মরিচা ধরা ২টি গ্রেনেড ও ৪৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, গুলি ও গ্রেনেডের গায়ে পাঞ্জাবি মনোগ্রাম ও সোল্ডার ব্যাজ দেখে পুলিশ ধারণা করছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানি হানারদার বাহিনী এগুলো সেফটি ট্যাঙ্কে ফেলে পালিয়ে যায়।

Naougaon

তিনি আরো জানান, এনিয়ে গত দুই দিনে ৯টি গ্রেনেড ও ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে। তবে আরো কয়েকটি সেফটি ট্যাঙ্ক খনন করার কাজ চলছে। সেগুলোতে আরো গ্রেনেড এবং গুলি পাওয়ার সম্ভবনা রয়েছে।

জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানি হানাদার বাহিনী নওগাঁ সদর হাসপাতাল এলাকায় ক্যাম্প করে অবস্থান করছিলেন। তখন তারা এ গ্রেনেড ও গুলি সেফটি ট্যাঙ্কিতে রেখে দেয়।

আব্বাস আলী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।