নারায়ণগঞ্জে ওয়ার্কশপে ঢুকে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ এএম, ০৪ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেরাজুল ইসলাম জয় (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। একই সময়ে আল আমিন (২৯) নামে আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার রুপালী আবাসিক এলাকায় আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।

তাদের দুজনকে নিয়ে আসা মো. পারভেজ জানান, মিরাজ ও আলামিন ওয়ার্কশপের মধ্যে কথা বলছিল। হঠাৎ সাত/আট জন দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাদের। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মিরাজুল ইসলাম মিরাজ ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) রাত সাড়ে নয়টার দিকে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আলামিনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টির সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।