বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালই মাশরাফির সেরা ম্যাচ


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৫ মার্চ ২০১৬

ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আর একটি ম্যাচ জয় মানেই প্রথমবারের মত এশিয়া কাপ জয়। বড় কোন টুর্নামেন্টে এটাই হবে মাশরাফিদের সেরা সাফল্য। তাই এমন ম্যাচের আগে স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক মাশরাফির কাছে প্রশ্ন এটাই কি আপনার সেরা ম্যাচ? জবাবে অধিনায়ক জানান ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালই তার জীবনের সেরা ম্যাচ।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ম্যাচ ছিল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এটি অন্যতম বড় ম্যাচ অবশ্যই। তবে তুলনা করলে সেই ম্যাচ আরও বড় ছিল। কারণ ৫০ ওভারের ক্রিকেট ও বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ওই ম্যাচ আরেকটু বড় ছিল।’

এর আগে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার জিততে পারেননি টাইগাররা। শেষ দিকে স্নায়ু চাপ জয় করতে না পারায় ২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে এবার এমন কোন পরিস্থিতি আসলে সে চাপ উতরে জাবেন বলে আশা করেন অধিনায়ক।


এ প্রসঙ্গে বলেন, ‘ওরকম পরিস্থিতি হলে এবার হয়তো আগের চেয়ে ভালো হবে। তবে এভাবে বলতে পারব না যে চার বছর আগের সেই ফাইনালে এত কাছে গিয়েছি বলেই এবার আমরা চ্যাম্পিয়ন হব। তবে যদি ক্লোজ হয়, পরিস্থিতি ঐ রকম হলে হয়ত চার বছর আগের তুলনায় ভালো করতে পারব। কিন্তু আবার বলছি, টি-টোয়েন্টি খেলাটাই হলো সুনির্দিস্ট দিনে যে ভালো খেলবে।’

উল্লেখ্য, রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

আরটি/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।