বাকেরগঞ্জে জাপা প্রার্থীর গণসংযোগে আ.লীগ প্রার্থীর হামলা : আহত ৯


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৫ মার্চ ২০১৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সবুজের গণসংযোগে হামলা চালিয়ে তাকেসহ কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে।
এসময় জাতীয় পার্টির প্রার্থীর কর্মীদের ৩টি মোটরসাইকেল ভাঙচুর এবং হামলায় ৯ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের পেয়ারপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সবুজ অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহিরুল হক বাদল তালুকদারের নেতৃত্বে তার কর্মী বাহিনীর হামলায় তার (সবুজের) কর্মী জাহাঙ্গীর হোসেন মন্টু সরদার, আসিফ, সালাম, দিভলভ, জাহিদুল রাশেদুল বজলুর রহমান ও সাকিবুর রহমান। এদের মধ্যে গুরুতর আহত দিভলভকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত চেয়ারম্যান প্রার্থী সবুজ বলেন, সকালে অর্ধশতাধিক কর্মী নিয়ে তিনি পেয়ারপুর বাজারে গণসংযোগ করছিলেন। এসময় ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী জহিরুল হক বাদল তালুকদার তার ভাই আরিফ তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জব্বার সিকদারসহ ৩০/৩৫ জন নেতাকর্মী অতর্কিতে তাদের (জাতীয় পার্টির প্রার্থী) উপর হামলা চালায়। এসময় তারা তাকেসহ তার কর্মীদের মারধর এবং তাদের ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়ার কথা বলেছেন জাতীয় পার্টির প্রার্থী রফিকুল ইসলাম সবুজ।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহিরুল হক বাদল তালুকদার বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী তার সুমান ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কবাই ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী দুপুরে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। রিটার্নিং অফিসার ঘটনার প্রাথমিক তদন্ত শেষে বাকেরগঞ্জ থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ এবং জাতীয় পাটির্র মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকরা একই স্থান অতিক্রমকালে উত্তেজনা দেখা দেয়। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং কয়েকজন আহত হন।

সাইফ আমীন/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।