সাংবাদিক প্রবেশে বাধা


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৫ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বারদি এলাকাস্থ লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পরিচালনা কমিটি নিয়ে বিরোধ নিরসনের অবসান ঘটেছে। চরম হট্টগোল ও দুই গ্রুপের উত্তেজনার মধ্যদিয়ে এবং দীর্ঘ কয়েক ঘণ্টার বৈঠক শেষে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, বৈঠকে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হয়নি। সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সংকর সাহা বাধা দেন। পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের সামনে জেলা প্রশাসনের এনডিসি আব্দুল্লাহ আল জাকিরকে পূজা পরিষদের সভাপতি সংকর সাহা নির্দেশ দেন কোনো সাংবাদিকদের ঢুকতে দিবেন না। তখন এনডিসি সংকর সাহার নির্দেশ তামিল করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংকর সাহার নির্দেশ পালন করলেন বলেও মন্তব্য করেছেন উপস্থিত সাংবাদিকসহ দুই গ্রুপের লোকজন।

কমিটিতে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সদস্য লিয়াকত হোসেন খোকাকে উপদেষ্টা করা হয়েছে। আর জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটি গঠন নিয়ে বিরোধ থাকায় কমিটির বাকিদের নাম প্রকাশ করা হয়নি।  
 
শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচালনা পর্ষদ, পূর্জা উদযাপন পরিষদ, স্থানীয় সংসদ সদস্যসহ জন-প্রতিনিধি ও আশ্রমের উপদেষ্টাদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সাংবাদিকদের জানান, ডিসি সাহেবকে আহবায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আমাকে ও শামীম ওসমান এই দুইজন এমপিকে উপদেষ্টা করা হয়েছে। অচিরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সভা শুরুর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লোকনাথ আশ্রমের দুই গ্রুপের লোকজন হাজির হতে শুরু করে। কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের লোকদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুই গ্রুপের সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের বাইরে বের করে দেয়া হয়।

দীর্ঘ বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ-আলম রুপম, নারী ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সামসুল ইসলাম ভূইয়া প্রমুখ।     

২০১১ সালের ৮ জুলাই লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জয়ন্ত কুমার সেনকে সভাপতি ও সাংবাদিক শংকর কুমার দে কে সাধারণ সম্পাদক করে গঠিত নির্ধারিত দুই বছর অতিক্রম করলেও নতুন কমিটি গঠন না হওয়ায় স্থানীয় লোকনাথ ভক্তদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

গত ২৭ ফেব্রুয়ারি কমিটি গঠন নিয়ে সেক্রেটারি প্রার্থী নির্মল কুমার সাহার লোকজনদের সঙ্গে বর্তমান কমিটির লোকজনদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নতুন কমিটি গঠনের লক্ষ্যে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আহ্বান করা হয়। সকাল ১০টা থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লোকনাথ আশ্রমের দুই গ্রুপের লোকজন উপস্থিত হতে শুরু করে।

সকাল সোয়া ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় বৈঠক। তবে ওই বৈঠকে কোনো সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি। সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা বাধা দেন।

পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের সামনে জেলা প্রশাসনের এনডিসি আব্দুল্লাহ আল জাকিরকে পূজা পরিষদের সভাপতি শংকর সাহা অনুরোধ করেন যাতে কোনো সাংবাদিক প্রবেশ করতে না পারে। আর এতে করে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।