গাজীপুরে বিএনপির ৪০ নেতাকর্মী খালাস


প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৬ মার্চ ২০১৬

গাজীপুরে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী খালাস পেয়েছেন। রোববার গাজীপুরে দ্রুত বিচার আদালতের বিচারক ইকবাল মাহমুদ এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী আবুল হাসেম এবং শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, ২০১৫ সালের ১৮ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম, ছাত্রদল নেতা আতাউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়।

শ্রীপুর থানার এসআই আরিফুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে দীর্ঘ শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দ্রুত বিচার আদালতের বিচারক ৪০ আসামির সবাইকে বেকসুর খালাসের রায় দেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।