এটিএম জালিয়াতি : ২৬ হাজার ডলার নিয়ে পালিয়েছে দুই বিদেশি
ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ২৬ হাজার ডলার (২১ লাখ টাকা) আত্মসাৎ করে ইতোমধ্যে বাংলাদেশ ছেড়েছে দুই বিদেশি। বিষয়টি নিশ্চিত হয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, ব্যাংক জালিয়াতির ঘটনায় জার্মান নাগরিক পিওটরসহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জিজ্ঞাসাবাদে পিওটর দুজন বিদেশি জড়িত থাকার কথা বলেছিলেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে আমরা এ বিষয়টি নিশ্চিত হয়েছি। তারা ব্যাংক জালিয়াতির বিষয়টি জানাজানি হওয়ার আগেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এদের মধ্যে একজন রোমানিয়া এবং অপরজন ইউক্রেনের নাগরিক।
মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গতকাল শনিবার পিওটর নতুন একটি বেসরকারি ব্যাংক থেকে ৫১ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছে। শনিবার একটি কাপড়ের দোকান থেকে আমরা সেই টাকা উদ্ধার করি।
প্রথমে আমরা ধারণা করেছিলাম ব্যাংক জালিয়াতি করে ৫-৬ কোটি টাকার হাতিয়ে নেয়া হয়েছে। তবে তদন্তের এ পর্যায়ে আমাদের মনে হচ্ছে টাকার অংক আরো বাড়তে পারে। টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ আরো কয়েকটি মামলা করবে বলে জানান মনিরুল ইসলাম।
গ্রেফতার ৪ জনের দ্বিতীয়দফা রিমান্ড শেষ হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করে আবার রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।
এর আগে ব্যাংক জালিয়াতির ঘটনায় জার্মান নাগরিক পিওটরসহ সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তাকে গ্রেফতার করে ডিবি।
এআর/জেইউ/এমএস