প্রথম ধাপে বিনা ভোটে নির্বাচিত আ.লীগের ৬২ চেয়ারম্যান


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৬ মার্চ ২০১৬

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা ভোটে ৬২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মত দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া চেয়ারম্যান পদে এসব প্রার্থীর সবাই ক্ষমতাসীল দল আওয়ামী লীগের।

রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান একথা জানান। উল্লেখ্য, আগামী ২২ মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রথম ধাপে ৭৩২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মধ্যে স্বতন্ত্র প্রার্থী হলেন ১ হাজার ২৪৬ জন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৭৩১, বিএনপি সমর্থিত ৬১৩, জাতীয় পার্টির ১২৭, জাসদ ২৯, বিকল্পধারা বাংলাদেশ ৪, ওয়ার্কার্স পার্টি ২৩, জাতীয় পার্টি (জেপি) ১৭, বিএনএফ ৭, কমিউনিস্ট পার্টি ৪, তরিকত ফেডারেশন ১, জমিয়তে উলমায়ে ইসলাম ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২৭, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ৩, অন্যান্য ১। এর মধ্যে থেকে ৬২ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে বাগেরহাটে ৩৪, মাদারীপুরে ১২, ঝালকাঠীতে ৪, গোপালগঞ্জ ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২, ভোলায় ২ জন। এছাড়া বরিশাল, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা ও খুলনায় ১ জন করে নির্বাচিত হয়েছেন। সচিব ফরহাদ হোসেন বলেন, গত দুইদিন ধরে মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফল থেকে সমন্বয় করে প্রার্থী সংক্রান্ত এ প্রতিবেদন তৈরি করেছে ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

এইচএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।