ময়মনসিংহে ফের ট্রেনের বগি লাইনচ্যুত


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৬ মার্চ ২০১৬

ময়মনসিংহ-ভৈরব-মোহনগঞ্জ-জারিয়া রেলপথে শহরের কেওয়াটখালি এলাকায় আবারও ভৈরবগামী ঈশাখাঁ ট্রেনের একটি বগির লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে বারোটার দিকে এঘটনাটি ঘটে। গত দশ দিনের মধ্যে এই রুটে এ নিয়ে তিনবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো।

রেলওেয় সূত্র জানায়, রোববার বেলা সাড়ে বারোটার দিকে ময়মনসিংহ স্টেশন থেকে ভৈরব হয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে ময়মনসিংহ স্টেশন অতিক্রম করার একটু পরেই শহরের কেওয়াটখালী এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কারও হতাহতের ঘটনা ঘটেনি । দুর্ঘটনার পর ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে বেলা আড়াইটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক করে।

রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন সুপার ও পরিবহন পরিদর্শক হামিদুল ইসলাম সাজ্জাদ জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছলে বেলা আড়াইটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় তাকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানান।

আতাউল করিম খোকন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।