নিয়ম না মেনে স্কুলের গাছ কর্তন


প্রকাশিত: ১১:৫০ এএম, ০৬ মার্চ ২০১৬

ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি কাঁঠাল গাছ নিয়ম বহির্ভূতভাবে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এছাড়াও আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যমানের এই গাছগুলো বিক্রি করা হয়েছে মাত্র ৭ হাজার ৫০০ টাকায়। কোনো নিয়ম কিংবা কোনো টেন্ডার আহ্বান না করেই এসব গাছ কেটে বিক্রি করা হয়েছে।

একটি সুত্র থেকে জানা গেছে, ৯ ও ১০ মার্চ মানিকনগর মাধ্যমিক স্কুল ও মানিকনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌথভাবে যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাতে খরচ করার অজুহাতে অবৈধভাবে গাছ কেটে ফেলা হয়েছে।

অপরদিকে ক্রীড়া প্রতিযোগিতার খরচ শিক্ষার্থীদের কাছ থেকে নেয়ার কারণে অভিভাবকদের মধ্যেও এ ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম পারভেজকে জিজ্ঞেস করলে তিনি জানান, স্কুলের বেঞ্চ ও বাথরুম সংস্কারের জন্য এই অর্থ ব্যয় করা হবে। একই কথা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার সাদাত।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা গাছ কাটার কথা স্বীকার করে বলেন, এভাবে অনিয়ম করা ঠিক হয়নি। তবে সম্প্রতি ব্যবস্থাপনা কমিটির সভায় গাছকাটার বিষয়টি সিদ্ধান্ত আকারে নেয়া হয়। কিন্তু টেন্ডার ছাড়া গাছ কাটা আদৌ উচিৎ হয়েছে কিনা জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দেননি।
 
আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।